ফের বেঙ্গালুরুতে বর্ণবৈষম্যের শিকার হলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এক যুবক

31452-manipurবেঙ্গালুরু, ২০ নভেম্বর ।। ফের বেঙ্গালুরুতে বর্ণবৈষম্যের শিকার হলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এক যুবক। বৃহস্পতি বছর ২৫-এর মণিপুরী এক যুবককে বেধরক মারধর করল তিন ব্যক্তি। বর্তমানে মাথায় গুরুতর চোট নিয়ে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই তিনি পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন।
সূত্রে খবর অভিযুক্ত তিন ব্যক্তি মত্ত অবস্থায় এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করছিল। মণিপুরী যুবকটি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারতে শুরু করে ওই তিনজন।
তবে ভারতের আইটি শহরে এটাই প্রথম বর্ণবৈষম্যের ঘটনা নয়। মাসখানেক আগেই বেঙ্গালুরুতে কানাড়া না বলার ‘অপরাধে’ মণিপুরেরই তিন ছাত্রের উপর চড়াও হয় স্থানীয় কিছু যুবক।
পুলিস পরে অভিযুক্তদের গ্রেফতার করে।
উত্তর-পূর্বের অন্তত ২ লক্ষ ৪০ হাজার মানুষ বেঙ্গালুরুতে বসবাস করেন। ২০১২ সালে তাঁদের উপর আক্রমণ নেমে আসতে পেরে ব্যাপক গুজব ছড়ায়। সেই সময় বহু উত্তর-পূর্বাঞ্চলের মানুষ আতঙ্কে শহর ছেড়ে চলে যান। রাজ্য সরকারের হস্তক্ষেপে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অক্টোবরে একই ভাবে একছাত্রী সহ উত্তর-পূর্বের তিন পড়ুয়া দিল্লির লাজপত নগরে বর্ণবৈষম্যের শিকার হন।
সৌজন্যে জি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*