বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ অক্টোবর ৷৷ শান্তির বাজার পুর পরিষদ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় শারদ সন্মান ২০১৭। মঙ্গলবার রাতে শান্তির বাজার কমিউনিটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শান্তির বাজার পুর পরিষদ এবং রাজ্যের তথ্য সংসকৃতি দপ্তরের যৌথ উদ্যোগে সুর সম্রাট শচীন দেববর্মনের ১১২তম জন্মজয়ন্তী উৎযাপন ও পুর পরিষদ ভিত্তিক শারদ সন্মান ২০১৭ উদ্দেশ্যে মনোঞ্জ সাংস্কৃতি অনুষ্ঠান অনূষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন দক্ষিন জেলার সভাধিপতি হিমাংশু রায়, বগাফা ব্লকের বি ডি ও প্রদীপ সরকার, পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস, শান্তির বাজার পুর পরিষদের সি ও রুদ্রদ্বীপ নাথ ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হিমাংশু রায় শচীন দেববর্মনের জীবন কাহিনির কিছু তথ্য সকলের সামনে তুলে ধরেন। তিনি জানান সুর সম্রাট শচীন দেববর্মন ত্রিপুরার গর্ব। ১লা অক্টোবর উনার জন্মদিন। এবার ১লা অক্টোবর সরকারি ছুটি থাকার কারনে এই দিনটি আজ পালন করা হচ্ছে।