বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ অক্টোবর ৷৷ ৩৬ শান্তির বাজার জনজাতি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক পরিবর্তন সভা। শান্তির বাজার অন্তর্গত বীরচন্দ্র করই চন্দ্র পাড়ায় মঙ্গলবার এক উঠান সভার মধ্যদিয়ে ২০ পরিবারের ৫৪ জন ভোটার সি পি আই (এম) ছেড়ে বিজেপি’তে যোগদান করেন। এই গ্রামে ৮০ পরিবারের লোকজন বসবাস করে। দলত্যাগী লোকজনদের দলীয় পতাকা হাতে দিয়ে বরন করে নেন জনজাতীর নেতৃত্ব ভৃগুরাম রিয়াং। এছারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য পরিক্ষীত দেবর্বমা, প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরীশঙ্কর রিয়াং, মম্ভু মগ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।