গোপাল সিং, খোয়াই, ০১ নভেম্বর ৷৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রী কলেজগুলিতে ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে খোয়াই দশরথ দেব ম্যামোরিয়াল কলেজের অধ্যক্ষ ডঃ শংকর ভট্টাচার্যকে ঘেরাও করে রাখে এস এফ আই এবং টি এস ইউ ছাত্র সংগঠনের কর্মীরা। বিকেল ৩টায় এস এফ আই-র তরফে অধ্যক্ষ এর কাছে ডেপুটেশন দেওয়া হয়। পরে আশ্বাস পেয়ে এস এফ আই এবং টি এস ইউ ছাত্র সংগঠনের কর্মীরা অধ্যক্ষকে ঘেরাও মুক্ত করে।