১২ ঘন্টার বনধ সর্বার্থক সার্থক – দাবী কংগ্রেসের, উল্টো সুর CPI(M)-র

news-1দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ নভেম্বর ।। রাজ্যের মানুষ আরও একটি বনধের দিন অতিবাহিত করল। বনধ মানেই শূনশান রাস্তা, ঝাঁপ ফেলা দোকান পাট, অফিস কাচারিতে ব্যস্ততার পরিবর্তে অলসতার দৃশ্য। সময় কাটাতে অনেকেই বেছে নিয়েছেন বিকল্প পথ। কেউ বাইকে শহর ঘুরেছেন, আবার অনেককে দেখা গেছে তাস খেলে সময় পার করছেন। সব মিলিয়ে চেনা শহরের অচেনা ছবি। অন্য দিকে কংগ্রেস আহুত বনধ উপলক্ষে সকাল  news-6থেকেই শীর্ষস্তরে নেতৃবৃন্দ এবং পিকেটাররা শহরের রাস্তায় পিকেটিং এবং বিভিন্ন সরকারী দপ্তরে পিকেটিং করতে দেখা গেছে কংগ্রেস সমর্থকদের।  গোটা রাজ্যে বিভিন্ন স্থানে পিকেটারদের গ্রেফতার করে নিয়ে যায় আরক্ষাবাহিনী। শহরের রাস্তায় স্বভাবতই গাড়ি ঘোরার সংখ্যা ছিল কম। সরকারী তরফে কর্মচারীদের উপস্থিতির যে ফরমান জারি করা হয়েছিল তাতে কর্মচারীকূল নির্ধারিত সময়ের আগেই বাড়ি ছেরেছেন। কোথাও কোথাও সরকারী দপ্তরে news-7 কর্মচারী হাজির থাকলেও আবার বিপরীত চিত্রও দেখা গেছে। বনধের ফরমূলাতেই ১২ ঘন্টার শেষে প্রদেশ কংগ্রেস সর্বার্থক বনধের জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানানো হয়েছে। অন্যদিকে CPI(M) দলের পক্ষে বনধে তেমন স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়নি বলে মন্তব্য করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*