আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর ৷৷ দু’দিনের রাজ্য সফরে এসে বৃহস্পতিবার দুপুরে বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে অংশ নেন আসামের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থ দপ্তরের মন্ত্রী তথা নেডা-র চেয়ারম্যান হেমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিক সন্মেলনে শ্রী শর্মা বলেন, রাজ্যে ২০১৮’র বিধানসভা নির্বাচনের আগে শাষকদল সহ অন্যান্য দলের বহু হেভি ওয়েট নেতা সহ বিধায়করা বিজেপি তে যোগদান করবে। তাঁদের সাথে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বিজেপি’র। আসামের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্যে ২০১৮’র বিধানসভায় বিজেপি’র সরকার গড়তে চলেছে। সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, ব্রহ্মপুত্র নদের জল বন্টন ও প্রবাহ চলতি বছর থেকে ভারতকে কোনো প্রকার তথ্য প্রদান করা থেকে বিরত রয়েছে চীন। এর ফলে অরুনাচল ও আসাম রাজ্য ছাড়াও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আকস্মিক বন্যার পাশাপাশি নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্য প্রভারি সুনিল দেওধর সহ অন্যান্যরা।