নয়াদিল্লি, ২০ নভেম্বর ।। দিল্লি বিমানবন্দরে এক যাত্রীর দেহে ইবোলার নমুনা পাওয়ার পর দেশের ১৮টি বিমানবন্দরে সতর্কতা জারি হয়েছিল আগেই। নতুন করে আরও ৭টি বিমানবন্দরে ইবোলা সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
১৮টি বিমানবন্দরকে নজরে রাখা হয়েছিল আগেই। এবার তাতে জুড়ল আরও ৭টি বিমানবন্দরের নাম। উত্তরপ্রদেশের বারানসি, বিহারের গয়া, অন্ধ্রপ্রদেশের ভাইজাক, মহারাষ্ট্রের নাগপুর, অসমের বাগডোগরা ও অন্য ২টি বিমানবন্দরে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা।
বুধবার স্বাস্থ্য মন্ত্রী জে পি নড্ডা জানিয়েছেন ২৬ বছরের ইবোলা আক্রান্তকে আইসোলেশনে রাখা হয়েছে।