নিজেদের সম্পর্ক নিয়ে কম জল ঘোলা করেননি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। এরা দু’জন ইদানিংকালে মিডিয়ার প্রিয় পাত্র-পাত্রী।
খেলার মাঠ হোক বা শ্যুটিং স্পট, এদেরকে সর্বত্র দেখা যায় একসাথে। তাদের সম্পর্কের রসায়ন নিয়ে সরগরম সব মহল। কখনো আনুশকার ফ্ল্যাট থেকে মধ্যরাতে তাকে বেরোতে দেখা যায়, আবার কখনো বিরাটের ব্যাট ছুঁয়ে আনুশকার জন্যে হাওয়ায় ভেসে আসে ফ্লাইয়িং কিস!
কিন্তু এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি সব প্রশ্নই খুব দক্ষতার সাথে এড়িয়ে গিয়েছিলেন বিরাট-আনুশকা।
তবে আর নয়। এবার নিজ মুখে আনুশকার সাথে তার ‘বিশেষ’ সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন স্বয়ং বিরাট কোহলি।
বৃহস্পতিবার তার ফ্যাশন লাইন লঞ্চ করতে এসে উপস্থিত সাংবাদিকদের দেয়া একটি সাক্ষাত্কারে খুব স্পষ্ট ভাষায় বিরাট জানিয়ে দিলেন যে তিনি এবং আনুশকা এখন জুটি।
তিনি বলেন, “আমরা কারো থেকেই কিছু লুকাতে চাই না। তবে একই প্রশ্ন দু’জনকে ক্রমাগত করে বিরক্ত করার কোনও মানেই হয় না। আমাদের একটি ব্যক্তিগত জীবন রয়েছে এবং সেখানে হস্তক্ষেপ করার অধিকার কারো নেই।”
সূত্র: ওয়েবসাইট