আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর ৷৷ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা ঘটনায় গোটা রাজ্যের সাংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দলের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি দোষীদের শাস্তি দাবী জানানো হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর, ২০১৭) রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) জওয়ানের হাতে খুন হওয়া সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবার পরিজনদের সাথে কথা বলতে প্রয়াতের বাড়িতে ছুটে যান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।