দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২০ নভেম্বর ।। এ ডিভিশন ফুটবল লিগে রাখাল শীল্ডের ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ কড়ায় গন্ডায় তুলে নিল স্পোর্টস স্কুল। শুক্রবার লালবাহাদুরকে এক মাত্র গোলে পরাজীত করে স্পোর্টস স্কুল। রাখাল শীল্ড ফাইনালে ১১ নভেম্বর মুখোমুখি হয়েছিল লালবাহাদুর ক্লাব বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুল। আশা করা হয়েছিল স্পোর্টস স্কুল অঘটন ঘটাতে পারে, কিন্তু জান লড়িয়ে যুদ্ধ শেষে হার মেনেছে স্পোর্টস স্কুল। তিন একে লালবাহাদুর বাহাদুরী দেখিয়ে চ্যাম্পিয়ান হয়েছিল। শুক্রবার লালবাহাদুর বনাম স্পোর্টস স্কুলের খেলায় দ্বিতীয়ারথে জয় সূচক গোলটি করে রাজীব সাধন জমাতিয়া।