শিলচর ব্রডগেজ লাইনের অভিশপ্ত ১২ নং টানেল

Untitled-1চুড়াইবাড়ী প্রতিনিধি, ২০ নভেম্বর ।। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাছে এবার লামডিং শিলচর ব্রডগেজ প্রকল্পের ১২ নং টানেল মাথাব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। মাইগ্রেনডিসা থেকে ডিটেকছরা পর্যন্ত ৩১ কিঃমিঃ ডাইভার্সন অংশের রেমো ও বড়মকলই-র মধ্যবর্তী স্থানের ১২ নং টানেল নির্মাণে ব্যপক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ধ্বস বিধ্বস্ত টানেলের কাজের বরাত দেয়া হয়েছিল শ্রী গনেশ কন্সট্রাকশন কোম্পানীকে। কিন্তু সম্প্রতি হঠাৎ করে উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখা ১২ নং টানেলের কাজ হস্তান্তর করা হয় শিলচরের বুধমল এবিসি কন্সট্রাকশন কোম্পানীকে। জনমনে প্রশ্ন এতদিন বাদে কেন কোম্পানী পরিবর্তন করতে হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখাকে। রেল কর্তৃপক্ষ এই পরিবর্তনের সাফাইয়ে বলেছে শ্রী গনেশ কন্সট্রাকশন কোম্পানীর যন্ত্রপাতি এবং দক্ষ শ্রমিক নেই। উত্তর পূর্ব সীমান্ত রেলের এই তালবাহানায় ক্ষোভ বাড়ছে মানুষের। রেল কর্তৃপক্ষ কাজের ক্ষেত্রে ভুল তথ্য দিচ্ছে বলে ধারনা আম জনতার। রেলের নির্মাণ শাখার তথ্য অনুসারে ৫৯০ মিঃ দীর্ঘ টানেলের মধ্যে ৫৬০ মিঃ টানেলের কাজ ২০ আগষ্ট ২০১৪-র মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। বাকি রয়েছে ৩০ মিঃ, কাজের অগ্রগতি ৯৫ শতাংশ এবং ১২ নং টানেল কাজ শেষ করার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর। পরিস্থিতি যে পর্যায়ে তাতে ১২ নং টানেল সহ অন্যান্য সমস্যার জট ছাড়িয়ে মেগা ব্লকের কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে বিরাট প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। 
এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে এবিসি কন্সট্রাকশন কোম্পানীর ম্যানেজার জানান, ১২ নং টানেলের কাজের জন্য যন্ত্রপাতি আনা হচ্ছে। মেগা ব্লকের কাজের সমস্যা মানে ত্রিপুরার জন্য দুর্ভোগের সময় বৃদ্ধি।

ছবি – শুভ্র রায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*