আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর ৷৷ রাজ্য বিধানসভা আসন্ন নির্বাচনের প্রস্তিতি খতিয়ে দেখতে ভারতের নির্বাচন কমিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল দুই দিনের রাজ্য সফরে ত্রিপুরায় এসেছেন। মঙ্গলবার দুপুরের বিমানে দলটি রাজ্যে এসেছেন। বিমানবন্দরে প্রতিনিধিদলটিকে স্বাগত জানান রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি। বিমানবন্দর থেকে রাজ্য অতিথিশালায় পৌঁছেই ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধিদলটি রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিক ছারাও স্টেট পুলিশ নোডাল অফিসার রাজ্য পুলিশের আই জি জি এস রাও, সি এ পি এফ নোডাল অফিসার সি আর পি এফ-র আই জি বি এস চৌহান উপস্থিত ছিলেন। এরপর প্রতিনিধিদলটি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। সি পি আই (এম), বিজেপি এবং আই এন সি-র প্রতিনিধিরা পৃথক পৃথকভাবে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করে তাদের বক্তব্য তুলে ধরেন।
প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভারতের মূখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি। দলের অন্যান্য সদস্যরা হলেন নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত, নির্বাচন কমিশনার সুনীল আরোরা, উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন এবং নির্বাচন কমিশনের ডি জি ধীরেন্দ্র ওঝা।