১৮’র বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন দপ্তরের লোগো প্রকাশ

election.jpg1 election.jpg1.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর ৷৷ দু’দিনের সফরে রাজ্যে এসে এক ঝাক কর্মসূচীতে অংশগ্রহন করছেন ভারতের নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুরের বিমানে রাজ্যে এসে বিভিন্ন বৈঠক সেরে সন্ধ্যায় রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে প্রতিনিধিদলটি রাজ্যের আট জেলার জেলা নির্বাচন আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে এই বৈঠকে মিলিত হন। সভার শুরুতে ভারতের মূখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতি, নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত, নির্বাচন কমিশনার সুনীল আরোরা, উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন এবং নির্বাচন কমিশনের ডি জি ধীরেন্দ্র ওঝা ২০১৮ বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন দপ্তরের একটি লোগো এবং স্টেট আইকন দীপা কর্মকারকে নিয়ে বাংলা ও ককবরকে তৈরী করা ৪টি প্রচার পোষ্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই সভায় রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি ছাড়াও রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকগণ, সি আর পি এফ-র আই জি প্রমুখ উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*