আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর ৷৷ টি এস আরের গুলীতে নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে এক কালীন ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছিল। বুধবার সন্ধ্যায় ইন্দ্রনগরস্থিত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের বাড়িতে গিয়ে প্রয়াত সাংবাদিকের স্ত্রীর হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক তমাল মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, সাংসদ শংকর প্রসাদ দত্ত এবং সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী। প্রয়াত সাংবাদিকের স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিকের মা, পুত্র, কন্যা, দাদা সহ পরিবাদের অন্যান্যরা।