নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ২১ নভেম্বর ।। জম্পুইজলা ব্লক ও কিল্লা ব্লকের যৌথ উদ্যোগে শনিবার বিকালে জম্পুইজলা ব্লক সংলগ্ন এলাকায় ‘বড়মুড়া কমলা উতসব-২০১৪’ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজাতি কল্যান মন্ত্রী অঘোর দেববর্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া। এছেরাও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ভানুলাল সাহা, জম্পুইজলা ব্লকের বি এ সি’র চেয়ারম্যান রমেন্দ্র দেববর্মা সহ অনেকেই।
উদয়ন চৌধুরীর তোলা ছবি।