আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর ৷৷ মধ্য প্রদেশের চম্বল ঘাঁটিতে (জৌরা, জেলা মরেনা) ডঃ এস এন সুব্বারাও দ্বারা ১৯৭০ সালে প্রতিষ্ঠিত মহাত্মা গান্ধী সেবা আশ্রমে ২৫ থেকে ৩০ নভেম্বর, ২০১৭ পর্যন্ত ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট নয়া দিল্লি দ্বারা আয়োজিত আন্তর্জাতিক শিশু উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশের ২৪টি রাজ্যের ৮ থেকে ১২ বছরের ৫৫০জন্য শিশু এই উৎসবে অংশগ্রহণ করেছে। ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরা রাজ্য শাখা এবং যুব বিকাশ কেন্দ্র সমাজিক সংস্থার তরফে ১০টি শিশুদের এক প্রতিনিধি দল এই উৎসবে অংশগ্রহণ করেন। সংস্থার সভাপতি দেবাশীষ মজুমদারের নেত্রীতে রাজ্যের শিশুরা সেখানে অংশগ্রহণ করেন। বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ত্রিপুরা প্রতিনিধিরাও তাদের সংস্কৃতি উপস্থাপন করেছেন এবং সবার হৃদয় জয় করেছেন। প্রতিনিধিদের মধ্যে ছিলেন রুমণ দাস, মেগা দেব, সুরাজিত দাস, টেনময়ে দেবনাথ, জগীর হোসেন, বীশাল দেবনাথ, দীপ দাশ, চৈনিতা শর্মা, নয়ন দাস, উতস দাস, সরাজ দেব বলে জানিয়েছেন সংস্থার সচিব প্রতিমা দেববর্মা।