
অবশেষে শনিবার সন্ধ্যায় আগরতলার ধলেশ্বর এলাকায় তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার রক্তিম ভৌমিকের নিজ বড়িতে সাংবাদিক সন্মেলন করে রক্তিমের বাবা রতন ভৌমিক জানান, ৫০ লক্ষ টাকার বিনিময়ে ছাড়া পেয়েছে অপহৃত চার ব্যাঙ্ক কর্মী। তিনি বলেন, প্রথম থেকেই অপহরণকারীরা চাপ সৃষ্টি করছিল ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দেওয়ার জন্য। তারা অনেক অনুনয় বিনয় করেও মুক্তিপণের অর্থের পরিমান কমাতে পাড়েনি। ফলে বাধ্য হয়ে রক্তিম ভৌমিক, সুজিত দে এবং তন্ময় ভট্টাচার্য এর পরিবার ৫০ লক্ষ টাকা জোগার করে তেলিয়ামুড়া মহকুমার মানিকবাজার এলাকার একটি বাড়িতে দিয়ে আসেন। এরপর কে বা কারা এই অর্থ কিভাবে নিয়ে গেছেন তারা জানেন না। রতন বাবু জানান, মুক্তিপণ দেওয়ার পরের দিন অর্থাৎ শনিবার তাদের ছেলে নিজ নিজ বাড়িতে ফিরে আসেন। রতন বাবু রাজ্য সরকারের কাছে দাবী জানিয়েছেন, রাজ্য সরকার যেন তাদের কষ্টার্জিত অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
শনিবার এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট ৪ জনকে আটক করেছে পুলিশ। এসের মধ্যে দু’জন আগরতলার কৃষ্ণনগর এবং শ্যামলীবাজার এলাকা এবং বাকি দু’জন তেলিয়ামুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।