আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ ডিসেম্বর ৷৷ রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) জওয়ানের হাতে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যার প্রতিবাদে এবার সরব খোদ প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবার। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে এই হত্যাকান্ডের তদন্তভার সি বি আই’র হাতে দেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবার। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের ছোট ভাই সুজিত দত্ত ভৌমিক বলেন, রাজ্য সরকার এই ঘটনার তদন্তভার সিটের (এস আই টি) হাতে দিয়েছেন। তাতে আমাদের আস্থা নেই। আমরা সি বি আই তদন্ত চাই।
এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সুদীপ দত্ত ভৌমিকের সহধর্মিণী সীমা দত্ত ভৌমিক, পুত্র সমীপ দত্ত ভৌমিক, ছোট ভাই সুজিত দত্ত ভৌমিক এবং ছোট ভাইয়ের স্ত্রী দেবযানী দত্ত ভৌমিক।