৮ম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বানে রাজধানীতে ছাত্র-যুব সমাবেশ

cpimআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ডিসেম্বর ৷৷ কেন্দ্রের বিজেপি সরকারের কর্মসংকোচন সহ জনবিরোধী নীতি প্রতিহত করতে আগরতলায় বিশাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে এবং ৮ম বামফ্রন্ট সরকার গড়ার আহ্বানে শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সুবিশাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। শাসকদলীয় ছাত্র-যুব সংগঠন DYFI, SFI, TYF এবং TSU সদর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই ছাত্র-যুব সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মানিক দে, DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ ছাত্র-যুব সংগঠনগুলির নেতৃত্বরা। শাসকদলীয় ছাত্র-যুব সংগঠনের এই ছাত্র-যুব সমবেশকে ঘিরে রাজধানীতে যুবঢল নেমে আসে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*