আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ডিসেম্বর ৷৷ রাজ্যের বর্তমান মূখ্যমন্ত্রীর বয়স হয়েছে। তাই তাঁর নেওয়া বিভিন্ন সিদ্ধান্তে ভুল হচ্ছে। এখন তাঁর অবসর নেওয়ার সময়। আগামী বিধানসভা নির্বাচনে ভোটাররা তাঁকে অবসরে পাঠাবে। শুক্রবার ধর্মনগরের বি বি আই ময়দানে বিজেপি’র উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে একথা বলেন আসামের বিদ্যুৎ মন্ত্রী পল্লব লোচন। এই যুব সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রভারি সুনিল দেওধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, যুব মোর্চার সভাপতি টিংকু রায়, বিধায়ক বিশ্ববন্ধু সেন, মহিলা নেত্রী মিত্রা সরকার প্রমুখ। এই যুব সমবেশকে ঘিরে ধর্মনগরে যুব সেনাদের যুবঢল নেমে আসে।