আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ ডিসেম্বর ৷৷ গত ২০শে সেপ্টেম্বর রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরও দুই জনকে আটক করল পুলিশ। শুক্রবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) এর সদস্যরা সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডে জড়িত সন্দেহে মান্দাই এলাকার রাকেশ দেববর্মা এবং বালধূম এলাকার জীতেন দেববর্মাকে নিজ নিজ বাড়ি থেকে আটক করেন। এদিনই তাদের সিজেএম আদালতে তোলা হলে আদালত তাদের টি আই প্যারেডের নির্দেশ দিয়েছেন। এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে আগে ৪ জনকে আটক করা হয়েছিল।