আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ নিহত গৌরহরি মলসুম এর পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল বিজেপি। সম্প্রতি গোমতী জেলার কিল্লা তে বিজেপি কর্মী গৌরহরি মলসম (৪২) খুন হয়েছিল কতিপয় দুষ্কৃতিদের হাতে। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং রাজ্য প্রভারি সুনিল দেওধর নিহত গৌরহরি মলসমের পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অশোক সিনহা, সদ্য বিজেপি’তে যোগ দেওয়া বন দপ্তরের অবসরপ্রাপ্ত পি সি সি সনাতন তালুকদার প্রমুখ।