যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা আইন পাশে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিরোধী দল রিপাবলিকান পার্টি।
নির্বাহী ক্ষমতাবলে প্রায় ৫০ লাখ অভিবাসীকে বৈধতা দেয়ার পদক্ষেপ প্রেসিডেন্টের পদমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মন্তব্য করেছেন দলটির গুরুত্বপূর্ণ নেতা প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার।
এসবের পরও শুক্রবার লাস ভেগাসে এক সমাবেশে বক্তৃতায় যেকোনও মূল্যে অভিবাসন প্রক্রিয়ায় স্থায়ী সংস্কারের উদ্যোগ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট ওবামা।
শুক্রবার খণ্ড খণ্ড মিছিল নিয়ে হোয়াইট হাউসের সামনে আসতে থাকে অবৈধ অভিবাসীরা। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগের প্রশংসা করে তারা বারাক ওবামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একজন অভিবাসী বলেন, “যারা ছেলে সন্তান নিয়ে ভয়ে ভয়ে জীবন কাটাতো তাদের জন্য আজ এক খুশির দিন। ওবামাই আমাদের প্রকৃত বন্ধু।”
আরেকজন বললেন, “রিপাবলিকানরা কখনো আমাদের কথা শোনেনি। কিন্তু ওবামা আমাদের স্বপ্ন পূরণ করতে শুরু করেছেন। আশা করি বাকি যে ৬০ লাখ মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে, তাদেরও একটি বিহিত হবে।”
শুক্রবার নেভাদা সফরে গিয়ে অভিবাসন প্রক্রিয়ায় সংস্কারের বিষয়ে দু’টি নির্বাহী আদেশে স্বাক্ষর শেষে লাস ভেগাসে এক জনসভায় বক্তব্য রাখেন ওবামা। অভিবাসন নীতিতে স্থায়ী সংস্কারের বিষয়ে কংগ্রেসকে পক্ষে আনার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রেসিডেন্ট ওবামা বলেন, “আমরা কখনো আশা ছাড়বো না। অভিবাসন প্রক্রিয়ায় সংস্কারের ব্যাপারে রিপাবলিকানদের সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমার সেই চেষ্টা তারা সফল হতে দেননি। তাই দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমি নির্বাহী ক্ষমতা প্রয়োগে বাধ্য হয়েছি।”
এ বিষয়ে আইনি পরামর্শকদের সাথে কথা বলেছেন বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগে ক্ষিপ্ত হয়ে বারাক ওবামার বিরুদ্ধে ওয়াশিংটনের ফেডারেল ডিসট্রিক্ট আদালতে মামলা দায়ের করেছে রিপাবলিকান দল।
গত জুলাইয়ে ওবামা-কেয়ার নামে পরিচিত বিশেষ স্বাস্থ্যসেবা আইন পাশে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এ মামলা করা হয়। একই সাথে বিরোধীদের কেউ কেউ কংগ্রেসকে পাশ কাটিয়ে অভিবাসন আইন সংস্কারের উদ্যোগ নেয়ার কারণেও প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন।
ওবামার এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ উৎসাহিত হবে বলে মন্তব্য করেছেন তারা।
জন বোয়েনার বলেন, “মার্কিনীরা যখন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের আশা করছে, ঠিক তখনি প্রেসিডেন্ট ওবামা দুই দলের মধ্যে সমস্যা তৈরি করলেন। গেল গ্রীষ্মে আমাদের সীমান্তে কেমন মানবিক পরিস্থিতির উদ্ভব হয়েছিল তা আমাদের মনে আছে। অভিবাসন নীতিতে পরিবর্তন আনলে ঐ ধরনের ঘটনা বেড়ে যাবে অনেকগুণ।”
সুত্র : ওয়েবসাইট