চুড়াইবাড়ী প্রতিনিধি, ২২ নভেম্বর ।। এবার বড় ভাইয়ের দাঁ এর আঘাতে গুরুতর জখম হল ছোট বোন। ঘটনা চুড়াইবাড়ী থানাধীন ৬ নং ওয়ার্ডে। ঘটনার বিবরণে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় চুড়াইবাড়ী থানাধীন ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বিমল দে (৩৬) নামে এক ব্যাক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় তার মাসতুতো বোন মিঠুরানি দে (৩০)-কে দাঁ দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পালিয়ে যায়। মাথায়, ঘাড়ে এবং হাতে এলোপাথারী কুপানোর ফলে হতের আঙ্গুল কেটে যায়। সঙ্গে সঙ্গে মিঠুর পরিজনরা ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সামান্য চিকিৎসার পর শিলচর রেফার করে। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন মিঠু। জানাযায়, পেশায় স্বর্ণকার বিমল তার মাসতুতো বোন মিঠুকে বিয়ে করতে চাইছিল কিন্তু মিঠু রাজি না হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পরে বিমল। সেই কারনেই মাসতুতো বোনকে দাঁ দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে বলে মিঠুর পরিজনদের ধারনা। তবে পুলিশ 2014CRB052 নম্বরে থানায় একটি মামলা নিয়েছে সঙ্গে আসামী কে গ্রেফতার করেছে।