নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ।। ত্রিপুরা ইলেক্ট্রিসিটি রেগুলেটরী কমিশিন ২০১৪-২০১৫ অর্থবর্ষে বিদ্যুৎ মাশুল প্রতি ইউনিটে বর্তমান হার থেকে গড়ে ১৪.৭৬ শতাংশ বৃদ্ধি করেছে। তবে রাজ্য সরকার ভোক্তা সাধারনের কথা মাথায় রেখে বিদ্যুৎ নিগমকে ৪০ কোটি টাকা বিভিন্ন হারে ভর্তুকী দেয়ার ফলে এই বিদ্যুৎ মাশুল প্রতি ইউনিটে গড়ে বৃদ্ধি পেয়েছে ৫.৬৯ শতাংশ। ভর্তুকী দেয়ার আগে গড়ে প্রতি ইউনিট মূল্য ছিল ৬টাকা ৫০ পয়সা এবং ভর্তুকী দেয়ার পর গড়ে প্রতি ইউনিট মূল্য হবে ৫টাকা ৯৯ পয়সা। এই বর্ধিত মূল্য গত ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। শনিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে ত্রিপুরা ইলেক্ট্রিসিটি রেগুলেটরী কমিশিনের চেয়ারম্যান এন চক্রবর্তী এই মূল্য বৃদ্ধির কথা জানান।