নবীনে প্রবীনে উচ্ছাস ভোট নিয়ে

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ জুলাই/(NUT) : ত্রিস্তর পঞ্চায়েত ভোট নিয়ে মানুষের উৎসাহে কোনো খামতি ছিলনা। পবিত্র কর্তব্য সম্পাদনে দেখা গেছে নবীন থেকে প্রবীনদের লাইন।
ভোট দানে ভোট কেন্দ্রে আসা বৃদ্ধা মহিলাকে সাহায্য করার দৃশ্য যেমন ছিল, তেমনি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র করকে দেখা গেছে ব্যালট ঢোকানোর আগে চিত্র সাংবাদিকদের ছবি ক্যামেরাবন্দি করার সুযোগ করে দিয়েছেন।

ত্রিস্তর পঞ্চায়েত ভোটররা ভোট দিয়ে প্রার্থীর জয়ের কামনা করছেন, অন্যদিকে ভোট প্রার্থীর টেনশন চলবে ফল প্রকাশ না হওয়া পর্যন্ত।
সুমন ঘোষের তোলা ছবি।

FacebookTwitterGoogle+Share

Comments are closed.