বলিউডের চনমনে নায়িকা আলিয়া ভাট বরাবরই কথাবার্তায় খুবই খোলামেলা। এর আগে একাধিকবার তিনি জানিয়ে দিয়েছেন, “চুম্বন দৃশ্য করতে তাঁর কোন সমস্যা নেই।”
এবার আরো এক ধাব এগিয়ে তিনি বলেছেন, ‘আমি খুব ভালো চুম্বন করতে পারি। সিনেমার চাহিদা অনুযায়ী চুম্বনের দৃশ্যে তাঁর কোনও সমস্যা নেই।’
আলিয়া আরো জানান, “আমার মনে হয় আমি খুব ভালো কিসার। আমার চুম্বন নিয়ে এখনো পর্যন্ত কোনো আপত্তি করেনি। আর তা কেউ করলে আমি তা জানিয়ে দেব।”
বর্তমানে আগামী সিনেমা ‘শানদার’ নিয়ে দারুন ব্যস্ত আলিয়া। আলিয়ার আশা , এই সিনেমাতেও আগের সিনেমাগুলির মতোই প্রশংসা আদায় করে নেবেন তিনি। তবে এই সিনেমার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।