ডিপ্রেশনে’র কারণে খেলা ছেড়ে দিয়েছে ১০০৯ রানের রেকর্ড ইনিংসের মালিক প্রণব

crickখেলাধুলা ডেস্ক ৷৷ মাত্র ১৫ বছর বয়সে ৩২৭ বলে ১০০৯ রান করে শোরগোল ফেলে দিয়েছিল প্রণব ধানওয়াড়ে। এবার সেই প্রণবকে নিয়েই আশাহত হওয়ার মতো খবর এসেছে। স্কুল টুর্নামেন্টে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার চার অঙ্কের রান সংগ্রহকারী একমাত্র ব্যাটসম্যান প্রণব ‘ডিপ্রেশনে’র কারণে ক্রিকেট খেলাই ছেড়ে দিয়েছে বলে খবর। খারাপ ফর্মের জন্যই মনমরা প্রণবের ক্রিকেট খেলায় আর মন নেই। প্রণবের বাবা অটো রিক্সা চালক। ভাড়াবাড়িতে থাকেন তাঁরা। গত বছর যেখানে সে ব্যাটে রেকর্ড গড়েছিল, এ বছর সেখানে তার ব্যাটে রানের খরা। গত বছর তার ব্যাটিংয়ের কারণে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রণবের জন্য ১০ হাজার টাকা স্কলারশিপের ঘোষণা করেছিল। যাতে সে পড়াশোনার পাশাপাশি খেলাও চালিয়ে যেতে পারে সেজন্যই ওই স্কলারশিপের ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপর থেকে সেভাবে ফর্মে নেই প্রণব। এজন্য সেই স্কলারশিপও নেই। খারাপ খবরের এটাই শেষ নয়। এমসিএ-র অনূর্দ্ধ ১৬ দল থেকেও বাদ পড়েছে প্রণব। খারাপ ফর্মের কারণে এয়ার ইন্ডিয়া ও দাদর ইউনিয়নও তাদের নেটে প্রণবের অনুশীলন বন্ধ করে দিয়েছে। এতে খুবই ভেঙে পড়েছে প্রণব। সে এখন খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এতে অবশ্য আদৌ হাল ছাড়তে নারাজ তার কোচ মোবিন শেখ। তিনি প্রণবের খেলায় একাগ্রতা ফিরিয়ে আনতে জোর চেষ্টা করছেন। মোবিন বলেছেন, ১৬ বছরের এই খেলোয়াড়কে তিনি উত্সাহিত করার চেষ্টা চালাচ্ছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*