আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জানুয়ারি ৷৷ IPFT-র ৫ যুব নেতা যোগ দিলেন বিজেপি’তে। মঙ্গলবার IPFT এন সি গোষ্ঠিতে ভাঙ্গন ধরিয়ে IPFT-র রাজ্য সহ-সম্পাদক রামানন্দ দেববর্মা, যুব IPFT মান্দাই বিভাগীয় কমিটির সহ-সভাপতি পুসরাই দেববর্মা, লংতরাইভ্যালি বিভাগীয় সম্পাদক সুনীল ত্রিপুরা, রাইমাভ্যালি বিভাগীয় সহ-সভাপতি সুভাষ রিয়াং এবং খোয়াই বিভাগীয় সহ-সম্পাদক জবেন্দ্র দেববর্মা সহ ৫ যুব নেতা গেড়ুয়া শিবিরে যোগ দিয়েছেন। এদিন বিজেপি রাজ্য অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক এবং যুব মোর্চার রাজ্য সভাপতি টিংকু রায় প্রমুখ।