রাজ্যে বিজেপি’র প্রচার গাড়ির কনভয়

prachar gariআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জানুয়ারি ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি’র নির্বাচনী প্রচারকে জোড়ালো করতে ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে বিজেপি’র প্রচার গাড়ির কনভয়। রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি’র ৬০টি প্রচার গাড়ির কনভয় নামানো হবে। প্রাথমিক ভাবে মঙ্গলবার রাত ১০টা নাগাদ আগরতলায় ৪০টি বিজেপি’র প্রচার রথ আসে পৌঁছেছে। পরে আরও ২০টি প্রচার রথ আসবে বলে জানা গেছে। গেড়ুয়া রঙের এই প্রচার কনভয়গুলিতে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের ছবি সহ লাগানো হয়েছে বিজেপি’র মতাদর্শ সম্বলিত নানা শ্লোগান। সঙ্গে রয়েছে এল ই ডি টিভি সহ অত্যাধুনিক সাউন্ড সিস্ট্যাম। বিজেপি’র এই প্রচার গাড়ির কনভয়গুলি রাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটি করে প্রচারে নামানো হবে বলে জানা গেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*