আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জানুয়ারি ৷৷ এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল নবনির্মিত বাগানবাড়ি পাকা সেতু। বৃহস্পতিবার কিল্লায় গুংরাই ছড়ার উপর নবনির্মিত বাগানবাড়ি পাকা সেতুর উদ্বোধন করেন গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া। ৪০ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৮২ লক্ষ টাকা। এই পাকা সেতুটি চালু হওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষ নানাভাবে উপকৃত হবেন। গুনপদ মেমোরিয়্যাল হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, গোমতী জিলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, পূর্ত দপ্তরের মূখ্য বাস্তুকার সোমেশ দাস, পূর্ত দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকার শঙ্কর ঘোষ, কিল্লা বি এ সি-র চেয়ারম্যান ভক্তসাধন জমাতিয়া।
উল্লেখ্য, সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় জনগনের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।