আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জানুয়ারি ৷৷ একই দিনে দুইটি যাত্রী ট্রেনের উদ্বোধন হতে যাচ্ছে রাজ্যে। শুক্রবার রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই এর উপস্থিতিতে আগরতলা – বাঙ্গালোর ক্যান্ট হামসফর এক্সপ্রেস এবং উদয়পুর – গার্জি যাত্রীবাহি ট্রেনের সূচনা হবে। ৫ই জানুয়ারী (শুক্রবার) সকাল ১১টা ৩০ মিনিটে উদয়পুর রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে উদয়পুর – গার্জি প্রথম যাত্রীবাহি ট্রেনের উদ্বোধন করবেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই। উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী মানিক দে, বন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, সাংসদ ঝর্না দাস বৈদ্য, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সাংসদ জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক মাধব চন্দ্র সাহা এবং বিধায়ক প্রাণজিৎ সিংহ রায় প্রমুখ।
একই দিনে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১২৫০৩/১২৫০৪ আগরতলা – বাঙ্গালোর ক্যান্ট হামসফর এক্সপ্রেস যাত্রীবাহি ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহণ মন্ত্রী মানিক দে, সাংসদ ঝর্না দাস বৈদ্য, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সাংসদ জিতেন্দ্র চৌধুরী এবং বিধায়ক দিলীপ সরকার প্রমুখ। আপাতত সপ্তাহে একদিন চলবে আগরতলা – বাঙ্গালোর ক্যান্ট হামসফর এক্সপ্রেস। আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় আগরতলা রেল স্টেশনে দাঁড়িয়ে আছে ১৪ কোচের হামসফর এক্সপ্রেস।