শঙ্করাচার্য দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবনের দ্বারোদ্ঘাটন

SCVআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জানুয়ারি ৷৷ শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে মেয়েদেরও সমভাবে বিকাশের সুযোগ করে দিতে হবে। তাদের চিন্তা চাতনার মাত্রাকে আরও সমৃদ্ধ করতে হবে। এটা আমাদের সকলের কর্তব্য। বাড়িতে অবিভাবকগণ এবং বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের এই দায়িত্ব পালন করতে হবে। ছাত্র-ছাত্রীদের বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। শুক্রবার আগরতলার উত্তর বাধারঘাটস্থিত শঙ্করাচার্য দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবনের দ্বারোদ্ঘাটন করে মূখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন। শঙ্করাচার্য দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ত্রিতল ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৪৫ লক্ষ টাকা। মোট প্রকল্প ব্যয় ধরা আছে ৯ কোটি ৭ লক্ষ টাকা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের পারিষদ শম্পা সরকার চৌধুরী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী সাহা। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক প্রনব দাস। উল্লেখ্য, ১৯৬৫ সালে পথ চলা শুরু করেছিল শঙ্করাচার্য দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*