আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি ৷৷ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার বিকেলে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানান, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা ২৫ লক্ষ ৬৯ হাজার ২১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৩ হাজার ৪২০ জন, মহিলা ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৬৫ হাজার ৭৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১১ জন। খসড়া ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ২.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও জানান, চূড়ান্ত ভোটার তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৯৮ হাজার ৬৪ জন এবং বিভিন্ন কারনে বাদ গেছেন ৩৪ হাজার ৮৪৫ জন ভোটারের নাম। ১৮-১৯ বছর বয়সী নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৪৭ হাজার ৮০৩ জন। বিধানসভা অনুয়াযী সবচেয়ে বেশি ভোটার রয়েছে ১৪-বাধারঘাট (এস সি) কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫৭ হাজার ৩৯৪ জন। আর সবচেয়ে কম ভোটার রয়েছে ৪৩-করবুক (এস টি) কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৪ হাজার ৬৯৯ জন। সবচেয়ে বেশী পোলিং স্টেশন রয়েছে ১৪-বাধারঘাট (এস সি) কেন্দ্রে। এই কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ৭০টি। সবচেয়ে কম পোলিং স্টেশন রয়েছে ১৯-চড়িলাম (এস টি) কেন্দ্রে। এই কেন্দ্রে পোলিং স্টেশন রয়েছে ৪০টি।