বিজেপি ক্ষমতায় এলে কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন লাগু করা হবে – অমিত শাহ্

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জানুয়ারি ৷৷ যেখানে সি পি আই (এম) আছে সেখানেই দারিদ্রতা লক্ষ্য করা যায়। তাদের উদ্দেশ্যই হল দারিদ্রতাকে জিইয়ে রাখা। রবিবার রাজ্য সফরে এসে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ্ একথা বলেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমবাসা ও উদয়পুরে এদিন দুটি বিশাল সমাবেশের আয়োজন করে বিজেপি। বিজেপি আয়োজিত ‘বিজয় সংকল্প সমাবেশ’ নামে এই দুটি সমাবেশে যোগ দিতে রবিবার সকালের বিমানে রাজ্যে আসেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ্। এদিন রাজ্যে এসেই প্রথমে আমবাসা কুলাই স্কুল মাঠ এবং পরে উদয়পুর কে বি আই মাঠে বিজেপি’র বিজয় সংকল্প সমাবেশে ভাষন দিতে গিয়ে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ্ বলেন, বি জে পি ক্ষমতায় এলে রাজ্যে চিট্ ফান্ডের সাথে যুক্তদের পাতাল থেকেও খুজে বার করা হবে, রেহাই পাবে না কেউই। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের ঘোষনা দিলেও রাজ্যের মানুষ তা সঠিক ভাবে পাচ্ছে না। তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার আসলে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ হবে। রাজ্যে বিজেপি সরকারে আসার পর দ্বিতীয় দিনেই মন্ত্রীসভার বৈঠক করে কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের ঘোষণা দেব।
এদিনকার জনসভায় অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারন সম্পাদক রাম মাধ, উত্তরপূর্ব ভারতের সাংগঠনিক সাধারন সম্পাদক অজয় জামোয়াল, অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর, রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সহ-সভাপতি সুবল ভৌমিক, বিধায়ক সুদীপ রায় বর্মণ, সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ এক ঝাক রাজ্য নেতৃত্ব।
এদিননের জনসভায় সম্প্রতি খুন হওয়া বিজেপি কার্যকরতা টুলু শুক্ল বৈদ্যের স্ত্রীর হাতে বিজেপি’র তরফে ২ লক্ষ টাকার চেক তুলে দেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ্।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*