আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ রাজধানীর উজ্জয়ন্ত প্যালেস কমপ্লেক্সে রাজ্য সংগ্রহশালায় নতুন ৫টি গ্যালারীর উদ্বোধন হয় বুধবার। এদিন বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ৫টি গ্যালারীর উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। এই ৫টি গ্যালারীগুলো হল ‘উত্তর-পূর্ব ভারতের ভূমিকা’, ‘১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা’, ‘উত্তর-পূর্ব ভারতের আর্ট এন্ড ক্রাফট’, ‘উত্তর-পূর্ব ভারতের জীবনধারা সম্বলিত’ এবং একটি ডিজিটাল গ্যালারী। গ্যালারীগুলোর উদ্বোধন করে মূখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা গ্যালারীগুলো ঘুরে দেখেন। ‘১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা’ গ্যালারীতে মূক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, মূক্তিযুদ্ধের সময়ের পত্র-পত্রিকা, আলোকচিত্র সহ নানান কাগজপত্র রয়েছে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, ও এন জি সি-র এসেট ম্যানেজার জি কে সিংহরায় এবং উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা ডঃ বিপ্রদাস পালিত উপস্থিত ছিলেন।
রাজ্য সংগ্রহশালায় নতুন ৫টি গ্যালারীর উদ্বোধনের আগে উজ্জয়ন্ত প্রসাদের প্রধান গেইটের সন্মুখে সুইচ টিপে ত্রিপুরাবাসীর কাছে উচ্চ স্তম্ভ জাতীয় পতাকা উত্তোলন করেন মূখ্যমন্ত্রী। তাছাড়া উজ্জয়ন্ত প্যালেস কমপ্লেক্সে এই প্রাসাদের নির্মাতা ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মাণিক্যের ব্রোঞ্জ মূর্তিতে এবং উচ্চ স্তম্ভ জাতীয় পতাকার সামনে বিপ্লবী সূর্য সেনের নবনির্মিত মর্মর মূর্তিতে প্রস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মূখ্যমন্ত্রী।