সোমবার থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন

10612941_881671378533251_2395298718466731360_nনয়াদিল্লী, ২৪ নভেম্বর ।। সোমবার থেকে শুরু হইয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনেই বিমা, পণ্য ও পরিষেবা কর বিল পাশ করাতে চায় কেন্দ্র।
জমি বিলের সংশোধনী ও কয়লা খনি বন্টন নিয়েও সংসদের ছাড়পত্র চাইছে সরকার। কিন্তু রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা না থাকায় প্রয়োজন বিরোধীদের সহযোগিতা। সেই লক্ষ্যে বিরোধীদের সহযোগিতা দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সৃঞ্জয় বসু গ্রেফতারের পর ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। তিন স্পষ্ট জানিয়েছেন, প্রত্যাঘাত হবেই। সংসদের অধিবেশনই যে প্রত্যাঘাতের মঞ্চ হিসাবে বেছে নেবে তৃণমূল সে বার্তাও দিয়ে রেখেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ অবস্থায় রবিবার বিজেপির ডাকা সর্বদল বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। আর এরপরই কিছুটা সুর নরম করেছে বিজেপি। তৃণমূলের উদ্দেশে বেঙ্কাইয়া নায়ডুর স্পষ্ট বার্তা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিবিআইকে ব্যবহার করছে না কেন্দ্র।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*