আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি ৷৷ নিয়মিতকরণের দাবিতে শুক্রবার সকাল থেকে আগরতলার সার্কিট হাউস সংলগ্ন স্থানে পথ অবরোধে বসেন অল ত্রিপুরা কৃষি বিভাগীয় অনিয়মিত (বাগিচা) কর্মচারী সমিতির সদস্যরা। কৃষি দপ্তরের উদ্যান বিভাগের অনিয়মিত (বাগিচা) ১৭৫ জন কর্মচারী দিনভর পথ অবরোধ করে রাখায় যান চলাচলে তীব্র সমস্যার সৃষ্টি হয়। অবরোধকারীদের বক্তব্য যতক্ষন পর্যন্ত না নিয়মিতকরণের আশ্বাস দিচ্ছেন ততক্ষন চলবে তাদের অবরোধ। বিভিন্ন দাবি জানিয়েও কোনো কাজ না হওয়ায় বাধ্য দয়ে তারা পথ অবরোধে বসেছিলেন তারা। কিন্তু তাদের সাথে প্রশাসনের কোন প্রতিনিধি কথা বলতে আসেননি। সৃষ্টি হয় ব্যাপক যানজট। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। দিনভর পথ অবরোধ করে বসে থাকার পর শুক্রবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব ঘটনাস্থলে ছুটে যান। আশ্বস্ত করেন অবরোধকারীদের। বিজেপি রাজ্য সভাপতির আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।