নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পালটানা 726 মেগা ওয়াট গ্যাস ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য আগামী ১লা ডিসেম্বর রাজ্যে আসছেন। এ ব্যাপারে রাজ্য সরকার দ্বারা নিশ্চিত করা হয়েছে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, নাগাল্যান্ড থেকে ১লা ডিসেম্বর দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগরতলা বিমানবন্দরে আসবে। বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টার পালটানা প্রধানমন্ত্রীকে পরিবহন করবে। পালটানায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট উদ্বোধনের পর প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণও দেবেন বলে মুখ্যমন্ত্রী জানান। এদিকে, রাজ্য সরকারের তরফে ত্রিপুরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক দিনের সফরকে কেন্দ্র করে প্রচন্ড ব্যস্ততায় প্রস্তুতি শুরু হয়ে গেছে।