গোপাল সিং, খোয়াই, ১৫ জানুয়ারি ৷৷ সোমবার সকালে খোয়াই চাম্পাহাওড় থানার ওসি অজয় চাকমা এবং এ ডি পি ও অনির্বাণ দাস চাম্পাহাওড় থানা এলাকার উৎলাবাড়ি গ্রামের সমীর দেববর্মার রাবার বাগান থেকে মলিনা দেববর্মা নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেন। ঘটনার বিবরনে জানা যায়, উৎলাবাড়ি গ্রামের মলিনা দেববর্মা রবিবারে বাড়ি থেকে বের হলেও আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজ খবর করার পরও সন্ধান পায়নি। সোমবার সকালে সমীর দেববর্মার রাবার বাগানে শ্রমিক্রা কাজ করতে গেলে যুবতীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশের কুকুর এবং ফরেন্সিক টিম এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। দুজন সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এল এক্স দেববর্মা এবং জীবন দেববর্মা নামে উৎলাবাড়ি গ্রামেরই বাসিন্দা দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ কুকুর ঘটনাস্থল থেকে ধৃত দুই অভিযুক্তের বাড়ীতে চলে যায়। এরপরই দুই ভাই এল এক্স দেববর্মা এবং জীবন দেববর্মাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।