আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি ৷৷ আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভারতীয় নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লাঘু করার ক্ষেত্রে মাঠে নামল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। শনিবার সকালে উত্তর গেইট থেকে রাধানগর এলাকা পর্যন্ত পুর নিগমের টাস্ক ফোর্সের কর্মীদের নিয়ে সরকারি জায়গায় (রাস্তার পাশে) থাকা রেলিং, পোস্ট, ব্রিজ এবং বিভিন্ন জায়গা থেকে খুলে নেওয়া হল রাজনৈতিক দলের প্রচার সজ্জা। জেলাশাসক ডঃ মিলিন্দ রামটেকে, পুলিশ সুপার অভিজিত সপ্তর্ষির নেতৃত্বে প্রশাসন ও আরক্ষা দপ্তরের যৌথ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এদিন মাঠে নামে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন।
উল্লেখ্য, ভারতীয় নির্বাচন কমিশনের তরফে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরপরই রাজ্যে লাঘু হয়ে গেছে নির্বাচনী আদর্শ আচরণ বিধি। মিছিল, মিটিং, সভা, সমাবেশ থেকে শুরু করে প্রচার সজ্জা লাগানো সবেতেই লাঘু হয়েছে নির্বাচনী বিধি। জাতীয় নির্বাচন কমিশনের আচরণ বিধিতে স্পষ্টভাবে বলা আছে ব্রিজ, রেলিং, পোস্ট, ডিভাইডার, ট্রাই জংশন, মানুষের বাড়িঘরের সামনে কোন রাজনৈতিক দলের প্রচার সজ্জা লাগানো যাবে না। সেবিষয়টি নিশ্চিত করতেই শনিবার পুলিশ ও প্রশাসনের যৌথ টিম শহরের স্বামী বিবেকানন্দ ময়দানের পাশ থেকে কাজ শুরু করে।