আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি ৷৷ যেখানেই বানীবন্দনার আয়োজন সেখানেই কায়মনোবাক্যে প্রার্থনার পুস্পাঞ্জলীতে পূজিতা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। সোমবার স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পূজোর আয়োজন করা হয়। দেবীর মূর্তি থেকে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্যেই বিদ্যাদেবীর আরাধনায় ব্যাঘাত ঘটেনি। অম্রপল্লব, অম্রমূকুল, খাগের দোয়াত থেকে নৈবদ্যের উপাচারে সর্বত্রই বাগদেবীর আরাধনায় দেখা গেছে উচ্ছাস, আনন্দ। বাগদেবীর বন্দনায় সকলেই বিদ্যাবুদ্ধির আশীর্বাদ প্রাপ্তির ঐকান্তিক নিবেদন জানিয়েছেন দেবীর শ্রীচরনকমলে।