দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৬ নভেম্বর ।। ভারতবর্ষের দারিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের শ্রমের বিনিময়ে আর্থিক অনুদান কর্মসূচী নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে গরীবের অধিকার ছিনিয়ে নেয়ার সামিল বলে তীব্র সমালোচনায় মুখর CPI(M)। রাজ্যেও রেগা সংকোচন গরীব মানুষের অর্থে সামাজিক ক্ষেত্রে অনিশ্চিত অবস্থার সৃষ্টি করবে – রেগা সংকোচন থেকে বিরত থাকতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার গনধরনায় সামিল হয় CPI(M)। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে দিল্লীতে গনধরনায় অংশ নেয়, রাজ্যেও কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান সমূহের সামনে প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেয় CPI(M)।