আগরতলা টাউন হলে ২৬/১১ শহীদদের শ্রদ্ধাঞ্জলী

Untitled-1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর ।। ভারতের বানিজ্যিক নগরী মুম্বাইয়ের তাজ হোটেলে ২০০৮ সালের ২৬/১১-তে সংঘটিত হয়েছিল বীভৎস সন্ত্রাসী আক্রমন। মানুষের রক্তে ২৬/১১/২০০৮-তে মুম্বাইয়ে দাউ দাউ করে জ্বলতে থাকা তাজ হোটেল আর বপন্ন মানুষের আর্তচীৎকারের সেই মর্মান্তিক দৃশ্যের কথা আজও ভুলে যায়নি ভারতবাসী। মাতৃভূমি রক্ষার সেই দিবসের স্মরনে গোটা দেশের সঙ্গে ‘হেরিটেজ সামাজিক সংস্থা’, ‘উদয় শঙ্কর কলাকেন্দ্র’ এবং ‘টাইম নিউজ’ এর উদ্যোগে বুধবার আগরতলা টাউন হলে শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*