দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৬ নভেম্বর ।। পাকিস্থানের মাটিতে বসে নীল নকশার পরিনতিতে ভারতের বানিজ্যিক নগরী মুম্বাইয়ের তাজ হোটেলে ২৬/১১/২০০৮ সালে সংঘটিত হয়েছিল বীভৎস সন্ত্রাসী আক্রমন। নীরিহ মানুষের নিষ্ঠুর ঘাতকের হাতে মৃত্যুর দৃশ্যে স্তম্ভিত হয়ে পড়েছিল গোটা পৃথিবী। ভারতের বীর সেনানী আর মহারাষ্ট্র পুলিশের তৎসম সাহসিকতায় মাতৃভূমি রক্ষার সেই দিবসের স্মরনে গোটা দেশ বিনম্র শ্রদ্ধাঞ্জলী জালিয়েছে শহীদদের। বিশ্বজুড়ে সন্ত্রাসীরা ভয়াবহভাবে আগ্রাসী হয়ে উঠেছে, প্রতিনিয়ত রক্তস্নান হচ্ছে পৃথিবীর মাটি মানুষের রক্তে ২৬/১১/২০০৮-তে মুম্বাইয়ে দাউ দাউ করে জ্বলতে থাকা তাজ হোটেল আর বপন্ন মানুষের আর্তচীৎকারের সেই মর্মান্তিক দৃশ্যের কথা আজও ভুলে যায়নি ভারতবাসী। ২৬/১১ –তে গোটা দেশের মানুষের সঙ্গে শহীদদের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে NewsUpdateOfTripura.com ।