আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি ৷৷ শহরে দুইটি জনসভায় বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ সি পি আই (এম)-র চেয়ারম্যান তথা পার্টির পলিটব্যুরো সদস্য বিমান বসু। বুধবার বিকেলে আগরতলা জয়পুর একটি জনসভায় এবং সন্ধ্যায় আগরতলা কল্যাণীতে একটি জনসমাবেশে বক্তব্য রাখেন তিনি। জয়পুরের জনসভায় তিনি বলেন, আত্মবিশ্বাস নিয়ে, আত্মসন্তুষ্টিকে ত্যাগ করে ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী রতন দাস-কে বিপুল ভোটে জয়ী করতে হবে।
কল্যাণীতে নির্বাচনী জনসমাবেশে তিনি বলেন, ‘যখন সারা দেশে ঐক্য-সংহতি-সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করতে চাইছে বিজেপি, সেখানে মানিক সরকার এর নেতৃত্বে ত্রিপুরার বামফ্রন্ট সরকার সারা দেশের কাছে বিকল্প’।