সৌজন্য বিনিময় নরেন্দ্র মোদি, নওয়াজ শরিফের

10268480_1001055356576654_3274810119460082404_nকাঠমান্ডু, ২৭ নভেম্বর ।। দুদিনের সার্ক সম্মেলন শেষ হওয়ার মুখে সৌজন্য বিনিময় হল নরেন্দ্র মোদি, নওয়াজ শরিফের।বৃহস্পতিবার ধুলিখেলে সার্ক নেতাদের ঘরোয়া সাক্ষাতের আসরে মুখোমুখি হলেন দুজনে।গতকাল তাঁরা সার্ক অধিবেশনের মঞ্চে দুটি আসনের ব্য়বধানে বসলেও তিন ঘণ্টার আলোচনায় একবারের জন্যও মুখোমুখি হননি পরস্পরের।তা নিয়ে প্রবল জল্পনা হয়েছে, বিশেষত মোদি নওয়াজের সামনেই ২৬/১১-র মুম্বই হামলার প্রসঙ্গ তুলে নাম না করে পাকিস্তানকে বার্তা দেওয়ায়।
তবে আজ অন্য ছবি দেখা গেল।বিদেশমন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, এখানে আসার পর প্রথম মুখোমুখি হয়েই পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন দুই নেতা।কিছুক্ষণ দুজনের মধ্যে কথাও হয়।তবে সেটা স্রেফ সৌজন্যমূলক।তার বাইরে আলাদা করে তাঁদের মধ্যে কোনও আলোচনা হয়নি।।
এদিন সার্ক নেতারা কাভরে জেলার ধুলিখেলে ঘরোয়া আলোচনার জন্য হাজির হন।সার্কের প্রথাই হল অংশগ্রহণকারী রাষ্ট্রনেতারা মূস সম্মেলনস্থলের বাইরে কোনও হোটেল বা রিসর্টে খোলা মনে চাপমুক্ত পরিবেশে বেসরকারি ভাবে মুখোমুখি নিজেদের মধ্যে মতামত বিনিময় করে থাকেন। এতে অনেক সময় বহু সমাধান না হওয়া সমস্যা মিটিয়ে ফেলার সম্ভাবনা খুলে যায় বলে মত কূটনীতিকদের। সূত্রের খবর, এদিন অবশ্য রাষ্ট্রনেতারা আঞ্চলিক নানা ইস্যু নিয়েই কথা বলেছেন, কোনও দ্বিপাক্ষিক প্রসঙ্গ ওঠেনি পাশাপাশি সার্ক দেশগুলির বিদেশমন্ত্রীরাও ঘরোয়া পরিবেশে মুখোমুখি কথাবার্তা বলেছেন।
গতকাল মোদি বাকি সব রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেও একমাত্র নওয়াজের সঙ্গেই কোনও বাক্যবিনিময় হয়নি।।
সীমান্তে যুদ্ধবিরতি ভেঙে হামলা, নয়াদিল্লিতে পাক হাইকমিশনারের কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বৈঠকের পর বিদেশসচিব স্তরের বৈঠক ভারত বাতিল করে দিয়েছিল।তারপর থেকে ভারত-পাক সম্পর্কে ফের উত্তেজনা তৈরি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*