আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী ৷৷ বিজেপি-আই পি এফ টি জোটকে পরাস্ত করে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার আহ্বান জানালেন পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। মঙ্গলবার কাঞ্চনপুরের তিনটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন মূখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের বেশিরভাগ জুড়ে ছিল কেন্দ্রীয় মোদি সরকারের সমালোচনা। এদিন কাঞ্চনপুরের সাতনালা, আনন্দবাজার এবং লালজুরিতে তিনটি নির্বাচনী সমাবেশে তিনি অংশগ্রহন করেন। তিনি বামফ্রন্ট মনোনীত প্রার্থী অনিল চাকমা এবং রাজেন্দ্র রিয়াং-র সমর্থনে সমাবেশে বক্তব্য রাখেন। তিনটি সমাবেশেই লোক সমাগম ছিল লক্ষ্যনিয়।