আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ৷৷ ২০১৮’র রাজ্য বিধানসভার ভোটকে সামনে রেখে অনেকেই ময়দানে নেমে পড়েছেন। এদিকে রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করার আহ্বান জানিয়ে আসছে রাজ্যের ক্ষমতাসীন দল বামফ্রন্ট। শুক্রবার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজিত হয় বামফ্রন্টের জনসমাবেশ। ৪৪-রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের প্রার্থী ললিত মোহন ত্রিপুরাকে জয়ী করার আহ্বান জানিয়ে এদিন সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
এছাড়াও এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী আগরতলা রামনগরে বামফ্রন্টের নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন।