আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ ফেব্রুয়ারী ৷৷ দ্বিতীয় দফার প্রচারে রাজ্যে ফের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ ফেব্রুয়ারী রাজ্যে এসে প্রথমে শান্তিরবাজার এবং পরে আগরতলায় জনসভা করবেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে ২টি জনসভার মাধ্যমে গ্র্যান্ড ফিনালের প্রচার শেষ করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও একঝাক হেভিওয়েট প্রচারক রাজ্যে আসছেন বিজেপি’র নির্বাচনী প্রচারে। আগামী ১১ ফেব্রুয়ারী রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। রাজ্যে এসে তিনি বাগমা, কাকড়াবন এবং অমরপুরে ৩টি জনসভায় অংশ নেবেন। আগামী ১২ ফেব্রুয়ারী দুদিনের সফরে রাজ্যে আসছেন উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ১২ ফেব্রুয়ারী ধর্মনগর, যুবরাজনগর, কাঞ্চনপুর, কমলপুর, মজলিশপুর এবং খয়েরপুরে বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন। ১৩ ফেব্রুয়ারী উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদয়পুর মাতাবাড়ী, সাব্রুম এবং করমছড়াতে বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন। এছাড়াও হেভিওয়েট প্রচারকদের তালিকায় থাকছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ, অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনী প্রমুখ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। পাশাপাশি তিনি এদিন সিপিএমের বিরুদ্ধে বিভিন্ন তথ্য সম্বলিত একটি চার্জশীট প্রকাশ করেন। বলেন, সিপিএমের ভয়ভীতিকে পরাজিত করে এই রাজ্যের মানুষ শান্তি ও বিকাশের লক্ষ্যে পরিবর্তন সাধিত করবে।